ভারতের মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরবর্তী শহর উজ্জয়িনী। এ শহরের মহাকালেশ্বর মন্দিরে শনিবার ঘটে গেল অন্যরকম এক ঘটনা।
এদিনে মাথায় টুপি পরেই মন্দিরে ঢুকে পড়েন এক মুসলিম ভক্ত। সেখান থেকেই শোরগোলের সূত্রপাত। ওই মুসলিমের মন্দিরে প্রবেশের পর অখিল ভারতীয় হিন্দু মহাসভা গোটা মন্দির গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেছে।
এর সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছেও প্রতিবাদপত্র পাঠিয়েছে তারা। তাদের দাবি গো ভক্ষণকারী কাউকে কেন মন্দিরে ঢুকতে দেওয়া হলো?
ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস বলছে, ওই ব্যক্তির নাম জুনায়েদ ইদ্রিশ শেখ। তিনি দীর্ঘদিন ধরেই শিবপূজা করেন। তার সেই পূজা করার ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এরপরই অখিল ভারতীয় হিন্দু মহাসভা এ নিয়ে আপত্তি তুলেছে।
সংগঠনের সভাপতি নীলেশানন্দ বলেন, তার যদি মহাকালের প্রতি ভক্তিই থাকে, তবে তিনি টুপিটা খুললেন না কেন? তিনি গো ভক্ষণ করেন কি না এটা পরিষ্কার করতে হবে। মন্দির কর্তৃপক্ষের উচিৎ হয়নি তাকে ঢুকতে দেওয়া।
জুনায়েদ শেখ বলছেন, বাবা মহাকালের আশীর্বাদ নিতে আমি মন্দিরে গিয়েছিলাম। আমি কোনো ভুল করেছি বলে মনে করি না। ধর্ম পরিবর্তন না করেই আমরা একাধিক ধর্মে বিশ্বাস করতেই পারি।
মন্দিরের অন্য়তম প্রশাসক আরকে তিওয়ারি বলেন, শেখ নিয়মিত মন্দিরে আসেন। তিনি অনুদানও দেন। নিয়ম মেনেই তিনি মন্দিরে এসেছিলেন। তিনি আপত্তিকর কিছু করেননি। তাছাড়া মন্দিরে আসার কোনো ড্রেস কোডও নেই। তবে এবার থেকে মন্দিরে প্রবেশে যেন কারোর ভাবাবেগে আঘাত না লাগে সেটা দেখবো।