ক্যারিয়ার ও চাকরি

শিপিং করপোরেশনে চাকরির সুযোগ : আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশ শিপিং করপোরেশনে লোকবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজবহরে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডেক ক্যাডেট ও ইঞ্জিন ক্যাডেট/ক্যাডেট ইঞ্জিনিয়ার পদে লোকবল নেওয়া হবে।

ডেক ক্যাডেট পদে নিয়োগ পাবেন ৮ জন। বেতন স্কেল ১৫,৬০০-২১,৯৭০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর মেরিন একাডেমির সার্টিফিকেট (নটিক্যাল) অথবা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

ইঞ্জিন ক্যাডেট/ক্যাডেট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পাবেন ৮ জন। বেতন স্কেল ১৫,৬০০-২১,৯৭০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর মেরিন একাডেমির সার্টিফিকেট (ক্যাডেট ইঞ্জিনিয়ার) অথবা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম বিএসসির ওয়েবসাইট www.bsc.gov.bd–এর ফরম সেকশনে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, চারিত্রিক সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সিডিসির কপি সত্যায়িত করে জমা দিতে হবে। এ ছাড়া ৪ কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। আবেদন ২৭ এপ্রিলের মধ্যে ডাকে পাঠাতে হবে।

মহাব্যবস্থাপক, শিপ পার্সোনেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

** বিজ্ঞপ্তিটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন: https://bsc.portal.gov.bd/sites/default/files/files/bsc.portal.gov.bd/notification_circular/ea74afdb_a8ed_406b_8923_cd482cc67120/2021-04-13-05-25-6778f60cb52aa0c7ebef0b9920013a15.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *