করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নিউজল্যান্ডে সকল নাগরিককে টিকা নেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। জানা গেছে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকসহ সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে যারা টিকা নিতে রাজি হচ্ছে না, তাদের চাকরি থাকবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, টিকা না নিলে চাকরি থাকবে না। ফলে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
গতকাল স্থানীয় সময় সোমবার নিউজিল্যান্ড সরকারের করোনাভাইরাস মহামারি প্রতিরোধ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে।
সেই বিবৃতিতে বলা হয়েছে, এ বছরের ১ ডিসেম্বরের মধ্যে যেসব চিকিৎসক ও নার্স করোনাভাইরাসের টিকার দুই ডোজ নিতে ব্যর্থ হবেন, পরের দিন থেকে তাদের চাকরি থাকবে না। সূত্র: রয়টার্স।