শিক্ষা ও সাহিত্য

শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: নিজেকে শিক্ষক হিসেবে তৈরি করে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে তুলতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর মেধার সবটুকু বিকাশের সুযোগ করে দিতে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকডেমি (নায়েম) এর উদ্যোগে শিক্ষা ক্যাডারের ১৬৪তম বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিন এ কথা বলেন।

সদ্য যোগদান করা শিক্ষকদের প্রকৃত শিক্ষক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বিষয়ে জানার জন্য একজন ভদ্রলোকের কাছে আমাদের বার বার যেতে হয়। তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, “অনেক কথা যাই যে বলা কোনও কথা না বলে”, আমরা সেটা তো পারিই না; বরং আমরা অনেক কথা বলেও কিছুই বোঝাতে পারি না।কী বোঝাতে চাচ্ছি তা বোঝাতে পারছি না। তার সঙ্গে আমরা সমস্যা সমাধান করতে পারি না। তাই আপনারা নিজেদের তৈরি করবেন; সততা, মানবিকতার জায়গা ঠিক রাখবেন।’

দীপু মনি বলেন, ‘আশা করি, যখন আপনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে শেখাবেন, গাইড করবেন, তার কাজকে ফ্যাসিলিডেট করবেন; তখন আপনিও চাইবেন আপনার শিক্ষার্থী সবচেয়ে ভালো করুক। একজন শিক্ষার্থীর যে মেধা, যোগ্যতা আছে তা দিয়ে আউটস্ট্যান্ডিং কিছু করবে সেই প্রচেষ্টা যেন থাকে।’

তিনি বলেন, ‘সবাই একসঙ্গে থাকবো, এই বোধ যেমন ভালো; তেমনি কিছু শিক্ষার্থী খুব ভালো করবে, তখন সেটি আলাদা। শিক্ষক হিসেবে সেখানেই আপনার সবচেয়ে বেশি সফলতা, সব শিক্ষার্থীকে একটি মানে নিয়ে আসা। আর যারা গতানুগতিক নয়, গড়ের মধ্যে নয়, তার চেয়ে অনেক ওপরে থাকে, তাদের সেই জায়গায় নিয়ে যাওয়াও আপনার দায়িত্ব। তার সবটুকু বিকশিত করার জন্য শিক্ষক হিসেবে সব সময় তার পাশে থাকবো। শিক্ষার্থী যেন সবটুকু ভালো করতে পারে আশা করি সেটা করবেন।’

আরো পড়ুন:

৩০ ডিসেম্বর প্রকাশিত হবে এসএসসির ফল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *