আইন আদালতমাতৃভূমি

শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া মশা যেখানে যেখানে জন্মায় সেসব জায়গায় মনিটরিং বাড়ানোর পাশাপাশি কেনো জন্মায় বিস্তর জিনিস পর্যালোচনার কথা বলেছেন হাইকোর্ট।

এর আগে, গত ১৩ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা নিয়ন্ত্রণের উপায় জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংশ্লিষ্ট কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক কবিরুল বাশারের মতামত জানতে চান হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এম/

আরো পড়ুন:

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচনের তফসিল ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *