অপরাধ ও দূনীতি

শাহজালালে ১৫ কোটির টাকার সৌদি রিয়াল জব্দ, আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা সমমূল্যের সৌদি রিয়াল জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটির সদস্যরা। এ সময় হাসান আলী নামের এক জনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ এলাকায় স্ক্যানিংয়ের সময় চালানটি ধরা পড়ে।
বিমানবন্দর সূত্র জানায়, গার্মেন্টসসামগ্রী বলে একটি লাল ব্যাগের মধ্যে কার্বন দিয়ে মোড়ানো অবস্থায় রিয়ালের নোটগুলো রাখা ছিল। এগুলো স্টার এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সিঙ্গাপুরে পাচার হচ্ছিল। ওই প্রতিষ্ঠানের কর্মী হাসান আলী। তিনি এসব মালামাল বিমানবন্দরে দিতে এসেছিলেন। রাত ১১টা পর্যন্ত নোটগুলো গণনা চলছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, সিঙ্গাপুরগামী একটি কনসাইনম্যান্টের মধ্য থেকে সৌদি রিয়ালগুলো উদ্ধার করা হয়। কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) করে যাচ্ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে এভিয়েশন সিকিউরিটির সদস্য গাজী কাইয়ুম নোটগুলো জব্দ করেন।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *