প্রচ্ছদ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সব স্কুল-কলেজে আলোচনা সভা আয়োজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এদিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর দিবসটি পালনে শিক্ষার্থীদের শহীদ বুদ্ধিজীবীদের নামে কবিতা, রচনা ও চিত্রাঙ্কন করে তা প্রতিষ্ঠানের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে।

রোববার (৫ ডিসেম্বর) এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশটি প্রকাশ করা হয়। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠিয়েছে অধিদপ্তর।

এতে বলা হয়েছে, শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী ও কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে সব স্কুল-কলেজে আলোচনা সভার আয়োজন করতে হবে।

আরো পড়ুন:

‘সীমান্ত শান্তিপূর্ণ করতে কাজ করছে বাংলাদেশ-ভারত’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *