শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান যুবলীগকর্মী নূর হোসেন। রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিল রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে পুলিশ গুলি চালায়। মারা যান নূর হোসেন। এই মৃত্যু স্বৈরাচারবিরোধী আন্দোলনে একটি তাত্পর্যপূর্ণ ঘটনা। নূর হোসেনের আত্মত্যাগ পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নূর হোসেনের মৃত্যুর পর এরশাদবিরোধী আন্দোলন বেগবান হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় গুলিস্তানে নূর হোসেন চত্বরে এবং সকাল ৯টায় জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও মোনাজাত কর্মসূচি পালন করবে যুবলীগ।
- একদিনে আরও সাড়ে ৭ সহস্রাধিক মৃত্যু দেখলো বিশ্ব
- সনজীদা খাতুন ও সাজ্জাদ জহির গ্রহণ করলেন পদ্মশ্রী পুরস্কার