ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম:  দেশের আইটি শিক্ষার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ভার্চুয়ালি শুরু হবে এ জব ফেয়ার।

সফলতার সাথে ১২ বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ১২ বছরে ৪২ হাজারেরও অধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন এবং সফলতার সাথে কাজ করছেন অনলাইন ও লোকাল মার্কেটে। ২০২১ এ ইন্ডাস্ট্রি যে ধরনের আইটি এক্সপার্ট খুঁজছেন সে ধরনের আইটি ইন্ডাস্ট্রিয়াল তৈরি করছে ক্রিয়েটিভ আইটি।

যা থাকছে এই বিশেষ দিনে?

# গ্রুমিং সেশন ফর ক্যান্ডিডেটস

# স্পট ইন্টারভিউ

# নেটওয়ার্কিং উইথ এইচআর কমিউনিটি

ইন্ডাস্ট্রির সেরা ২০ এর অধিক প্রতিষ্ঠান আসছে সেরা আইটি এক্সপার্ট খুঁজে নিতে। নিম্ন উল্লেখিত পদে প্রায় ১০০ জনের অধিক শিক্ষার্থীর জবপ্লেসমেন্টের সুযোগ থাকছে এই ইভেন্টে।

* গ্রাফিক ডিজাইনার

* ওয়েব ডিজাইনার

* ওয়েব ডেভেলপার

* ডিজিটাল মার্কেটার

* মোশন গ্রাফিক্স ডিজাইনার

* থ্রিডি এনিমেটর

* নেটওয়ার্কিং টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেটর

* ভিডিও এডিটর

*ইউআই/ইউএক্স ডিজাইনার

* ইন্টেরিয়র ডিজাইনার

* অ্যাপ ডেভেলপার

অংশ নিতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/v3aQou38yGMVJCTL9

বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ ‌‌m.me/creativeitinstitute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *