নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল শনিবার (১৭ জুলাই)। দুটি পৃথক উড়োজাহাজে শনিবার রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
বাংলাদেশে চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল।