ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বিশ্বের শত বিলিয়ন ডলার ক্লাবের ১১তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির নাম। গত শুক্রবার মুকেশ আম্বানির প্রতিষ্ঠানের শেয়ার দর রেকর্ড হারে বৃদ্ধি পায়। ফলে তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০০.৬ বিলিয়ন ডলারে।
ব্লমবার্গ বিলিয়নেয়ার ইনডেপ অনুসারে চলতি বছর তার সম্পদ ২৩.৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। খবর এনডিটিভির
৬৪ বছর বয়সী আম্বানি পারিবারিক তেল পরিশোধন ও পেট্রোলিয়াম ব্যবসার পাশাপাশি বর্তমানে প্রযুক্তি খাত ও ই-কমার্স ব্যবসার দিকে ঝুঁকছেন। ২০১৬ সালে টেলিকমিউনিকেশন ব্যবসা শুরু করেন আম্বানি। মাত্র কয়েক বছরের ব্যবধানে রিলায়েন্সের টেলিকম খাত ভারতের বাজারে শীর্ষস্থান দখল করেছে।
গত বছর ফেসবুক, গুগল থেকে শুরু করে কেকেআর অ্যান্ড কোং এবং সিলভার লেকের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে রিটেইল ব্যবসা ও প্রযুক্তি খাত থেকে ২৭ বিলিয়ন ডলার উত্তোলন করে তার প্রতিষ্ঠান।
চলতি বছর জুনে পরিবেশবান্ধব জ্বালানির দিকে নজর দেন মুকেশ আম্বানি। তিন বছরে এই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। আম্বানি জানান, তার প্রতিষ্ঠান কম খরচে সবুজ হাইড্রোজেন উৎপাদন শুরু করবে।
আরো পড়ুন: