শিক্ষা ও সাহিত্য

শতবর্ষ পূর্তি উপলক্ষে ঢাবি’র সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২০১৯ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) উপাচার্য ভবনের চত্বরে তাদের জন্য চা-চক্রের আয়োজন করা হয়।

এখন থেকে প্রতিবছর এই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি মেধাবীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহারের জন্য শিক্ষার্থীরা অবদান রাখতে পারে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তাদের নিরলসভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ অনেকে। এ সময় ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা।

আরো পড়ুন:

গাজীপুরে ১ম শ্রেণি গেজেটেড পদমর্যাদায় পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *