শতবর্ষের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়
শতবর্ষের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন বুধবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাতে ক্যাম্পাস জুড়ে লাইটবক্স ও ব্যানারসহ বর্ণিল সাজসজ্জা করা হয়।
শতবর্ষ উদযাপনের মূল মঞ্চ তৈরি করা হয়েছে ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে। তবে সব শিক্ষার্থীর বসার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় টিএসসি, কলা ভবন, বটতলা ও হাজী মুহাম্মদ মহসিন হলের সামনে স্ক্রিনসহ তিনটি আলাদা স্টেজ স্থাপন করা হয়।