ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: জীবনের কোনও না কোনও সময় সাইকেল আমরা সবাই কম-বেশি চালিয়েছি। তাই সাইকেলের সঙ্গে সবাই পরিচিত। প্রতিদিন রাস্তাঘাটে আমরা বিভিন্ন রকমের সাইকেল দেখতে পাই। কিন্তু কাঠের সাইকেল কখনো দেখেছেন কি? তাও আবার ১০০ বছরের পুরনো।

এমনি একটি সাইকেল রয়েছে ভারতের পঞ্জাবে। দেশ ভাগেরও অনেক আগে কাঠ ও লোহা দিয়ে এ সাইকেলটি তৈরি হয়েছিল। সম্ভবত গোটা পঞ্জাবে এমন একটাই সাইকেল রয়েছে। আর তা দেখতে বহু দূর থেকে ছুটে আসেন মানুষ।

আরও অবাক করা বিষয় হলো, সে সময় সাইকেল চালানোর জন্য সরকারের অনুমতি নিতে হতো এবং তার লাইসেন্স লাগতো।

সাইকেলের মালিক সতবিন্দর জানান, পার্শ্ববর্তী গ্রামের এক রেল কর্মীর কাছ থেকে সাইকেলটি কিনেছিলেন তার পূর্বপুরুষরা। সাইকেল চালানোর জন্য সে সময় লাইসেন্স লাগত, যা আজও তার কাছে রয়েছে। যারা এ সাইকেলটি দেখেন তারাই অবাক হয়ে যান। সবচেয়ে মজার ব্যাপার হলো সাইকেলটি এখনও চালানো যায়।

সতবিন্দর আরও জানান, আসলে শখের কোনো মূল্য হয়না। তাই এক বিদেশি এটি ৫০ লাখ টাকা দিয়ে কিনতে চাওয়ার পরও আমি বিক্রি করিনি।

আরও পড়ুন:

৩৩ বছর আগে মারা যাওয়া ফেরেটকে ‘বাঁচিয়ে তুললেন’ বিজ্ঞানীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *