লেভানদোস্কির পোল্যান্ডের সাথে বেলজিয়ামের ৬ গোল
উয়েফা ন্যাশন্স লিগে লেভানদোস্কির পোল্যান্ডের সাথে বেলজিয়ামের ৬ গোল। উয়েফা ন্যাশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গিয়েছেল ফিফা র্যাংকিংয়ের দুই নম্বর দল বেলজিয়াম।
পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়েছে হ্যাজার্ড-ডি ব্রুেইনেরা। গতরাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে নেশন্স লিগের এবারের আসরে প্রথম জয় তুলে নিলো বেলজিয়াম।
ঘরের মাঠে শুরুটা দারুণ করলেও প্রথম গোলটি হজম করতে হয় বেলজিয়ামকে।
রবের্ত লেভানদোস্কির গোলে এগিয়ে যাওয়া পোল্যান্ড বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের শেষদিকে স্বাগতিকদের সমতায় ফেরান এলেক্স উইটসেল। বিরতির পর ব্যবধান আরও বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইনা ও লিন্দ্রো টোসসার্ড।
ম্যাচের তিন মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো বেলজিয়াম। বক্স থেকে মিচি বাতশুয়াইয়ের করা শট বারে লেগে ফিরে আসে। ফিরতি বল জালের বাইরে পাঠিয়ে দেন ইডেন হ্যাজার্ড। ২৮তম মিনিটে লেভানডোভস্কি এগিয়ে নেন পোল্যান্ডকে। সেবাস্তিয়ান জিমান্সকি থেকে পাওয়া বল দারুণ শটে জালে পাঠান বায়ার্নের এই স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে এটি তার ৭৬তম গোল।
সমতায় ফিরতে বেশিক্ষণ সময় লাগেনি বেলজিয়ামের। ৪২তম মিনিটে ডি ব্রুইনার শট ঠেকিয়ে দেন পোল্যান্ড গোলরক্ষক। ফিরতি বল পেয়ে লক্ষ্যভেদ করতে ভুলেননি উইটসেল। ১-১ ড্রয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল।
বিরতির পর আরও দুর্দান্ত হয়ে ওঠে বেলজিয়াম। ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি ব্রুইনা। হ্যাজার্ডের পাস থেকে বক্সে বল পেয়ে বাঁকানো শটে গোলপোস্ট খুঁজে নেন ম্যানসিটির এই মিডফিল্ডার। ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান টোসসার্ড। ৮০তম মিনিটে আরও একটি গোল করে দলের স্কোরলাইন ৪-১ করেন ব্রাইটনের এই ফরোয়াার্ড।
তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান লিয়েন্ডার ডেনডনকার। বক্সের বাহির থেকে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন উলভারহ্যাম্পটনের এই ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে শেষ পেরেকটি ঠুকে দেন থরগান হ্যাজার্ড। ৬-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বেলজিয়াম।
‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে ওয়েলসকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নেদারল্যান্ডস।