প্রচ্ছদ

লিবিয়ায় গাদ্দাফিপুত্র লড়বেন প্রেসিডেন্ট নির্বাচনে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: লিবিয়ার সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন। আগামী ২৪ ডিসেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে রোববার আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন করেছেন তিনি। খবর বিবিসির।

খবরে বলা হয়, ২০১১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ান্টেড তালিকাভূক্ত সাইফ আল ইসলাম রাজধানী ত্রিপোলী থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণাঞ্চলীয় শহর সেবায় প্রার্থীতা জমা দেন । দেশটির উচ্চ জাতীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের সেবা শহরে অবস্থিত কার্যালয়ে সাইফ আল ইসলাম আল গাদ্দাফি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা জমা দিয়েছেন।

নির্বাচন অফিসের দেয়া ভিডিওতে দেখা যায়, তিনি পাগড়ি ও লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরিহিত। এসময় তিনি বলেন, লিবিয়ার ভবিষ্যতের জন্য আল্লাহ সঠিক পথ দেখাবেন। প্রথমবারের মত তাকে জনসমক্ষে দেখা গেল। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাইফ আল ইসলাম গাদ্দাফি ছাড়াও প্রার্থী তালিকায় রয়েছেন পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবেইবাহ ও সংসদের স্পিকার আবু সালেহ।

আরো পড়ুন:

তাইওয়ান ইস্যুতে চীনকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *