লিওনেল মেসি ও পিএসজির তিন খেলোয়ারের করোনা পজিটিভ
এবার জানা গেলো লিওনেল মেসি ও পিএসজির তিন খেলোয়ারের করোনা পজিটিভ! রবিবার ফরাসি লিগ ১ ক্লাব জানিয়েছে, প্যারিস সেন্ট-জার্মেইন ফরোয়ার্ড লিওনেল মেসি এবং অন্য তিনজন খেলোয়াড়ের কোভিড-১৯ পজিটিভ এসেছে।
বলা হয়েছে, “কোভিড-১৯-এর জন্য যে চারজন খেলোয়াড়ের পরীক্ষা পজিটিভ হয়েছে তারা হলেন লিও মেসি, হুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং নাথান বিতুমাজালা। তারা বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং উপযুক্ত স্বাস্থ্য প্রোটোকলের অধীন রয়েছেন।”