প্রচ্ছদ

লাহোরে ট্রেন থামিয়ে দই কিনায় সাসপেন্ড হলেন চালক!

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: গত সোমবার লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি ট্রেন; কিন্তু মধ্যপথে ট্রেনটি থামিয়ে দেন চালক। কারণ, তাকে দই কিনতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনচালকের সহকারী রাস্তার পাশের একটি দোকান থেকে দই কিনে ট্রেনে ফিরে যাচ্ছেন। মাঝপথে ট্রেন থামানোর এ ঘটনায় পাকিস্তান রেলওয়ের নিরাপত্তা ও নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাকিস্তান রেল মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ ইজাজ-উল-হাসান শাহ বলেন, ‘আপনি যখন মাঝপথে ট্রেন থামান, তখন সেটি নিরাপত্তা সংকট হয়ে দাঁড়ায়। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমরা এমন কিছু সহ্য করতে পারি না, যা নিরাপত্তার বিঘ্ন ঘটায়।

এক বিবৃতিতে দেশটির রেলমন্ত্রী আজম খান স্বাতি সতর্ক করে বলেছেন, তিনি কাউকে ব্যক্তিগত কাজের জন্য জাতীয় সম্পদ ব্যবহার করতে দেবেন না। পাকিস্তান রেলওয়ের এক কর্মকর্তা অবশ্য স্বীকার করেছেন, দেশটিতে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। সেখানে তদারকির বেশ অভাব রয়েছে। গত জুনেও দেশটিতে দুই ট্রেনের সংঘর্ষে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আরো পড়ুন:

ওয়ার্ন-ম্যাকগ্রার পর ৪০০ উইকেটের এলিট ক্লাবে লায়ন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *