প্রচ্ছদ

লার্ভা জন্মানোর জিনিস কুড়িয়ে দিলে নগদ টাকা পুরস্কার: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: এডিস মশার লার্ভা জন্মে এমন জিনিস কুড়িয়ে দিলে নগদ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সুস্থতার জন্য সামাজিক আন্দোলনে আলেমদের ভূমিকা শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ ঘোষণা দেন। আজ বুধবার সকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে শতাধিক আলেমের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, যে বাড়িতে অব্যবহৃত কমোট, ফুলের টবসহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকে, সে বাড়িতেই এডিস মশা জন্মে এবং বাসিন্দারা ডেঙ্গু রোগে আক্রান্ত হন।

তিনি বলেন, আলেমদের অনুপ্রেরণা ও মোটিভেশনাল কাজে এগিয়ে আসতে হবে। সভায় লার্ভা জন্মে এমন জিনিস কুড়িয়ে দিলে নগদ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, এডিস মশা প্রতিহত করা শুধু মেয়র এমপি এবং কাউন্সিলরের পক্ষে সম্ভব নয়। এতে জনসাধারণকে সম্পৃক্ত হতে হবে। তাই ঘরে ঘরে সচেতনতা পৌঁছে দিতে ইমাম ও আলেমদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিব হাসান বলেন, করোনাকালীন বিপদে আমাদের নিজেদের সচেতন হতে হবে। ইমামদের মসজিদে আসা মুসল্লিদের সচেতন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), শায়খুল হাদিস আল্লামা রুহুল আমিন খান উজানবী, বারিধারা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান, বাবুস সালাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আনিসুর রহমান, গাওয়াইর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জহির বিন মুসলিম, খিলক্ষেত বাজার মসজিদের খতিব নূরুল ইসলাম, তাকওয়া মসজিদের খতিব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী।

এ ছাড়া স্থানীয় কাউন্সিলর আফছার উদ্দিন খান, জাইদুল ইসলাম মোল্লা,জয়নাল আবেদিনও বক্তৃতা করেন। সভায় শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *