খেলাধুলা

লর্ডসে অ্যান্ডারসন গড়েছেন বিরল রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: লর্ডস টেস্টে অগ্নিঝরা বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের পরাস্ত করে বিরল রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। এই শতকে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে নিয়েছেন ৫ উইকেট। সর্বশেষ ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার জেফ চাব তার থেকে বেশি বয়সে শিকার করেছিলেন ৫ উইকেট।

লর্ডস টেস্টে ২৯ ওভারে ৬২ রান দিয়ে ৫ উইকেট নেন অ্যান্ডারসন। ৩৯ বছর ১৪ দিনে চলমান শতকে সবচেয়ে বয়সী পেসার হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অ্যান্ডারসন। আরও ৭০ বছর আগে গড়া বিরল রেকর্ডকারী চাবের বয়স ছিল ৪০ বছর ৮৪ দিন।

এখন পর্যন্ত ১৬৪ টেস্ট খেলা (লর্ডস টেটের এক ইনিংস বাকি) অ্যান্ডারসন উইকেট নিয়েছেন ৬২১টি। তার মধ্যে ৫ উইকেট ৩১ বার, ৪ উইকেট ২৮ বার ও ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ২০০৭ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিবছরই ৫ উইকেট শিকার করেছেন কমপক্ষে একবার হলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *