কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকে যোগদান শেষে বুধবার (৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়) আজ বেলা ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’
যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাসস
- অবশেষে ডব্লিউএইচও’র অনুমোদন পেলো ভারতের কোভ্যাক্সিন
- বাংলাদেশের প্রথম গাড়ি নির্মাণ কারখানা || তৈরি করছে উন্নতমানের বৈদ্যুতিক গাড়ি