মাতৃভূমি

লঞ্চে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ঝালকাঠির সুগন্ধা মাঝনদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহনের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সবশেষ তথ্য মতে, শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটিতে রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর ৩ টার দিকে হঠাৎ যাত্রীরা আগুন দেখে চিৎকার শুরু করেন। কিন্তু কিছু বুঝে উঠার আগেই লঞ্চটিতে আগুন ধরে যায়। এসময় কিছু যাত্রীরা লাফিয়ে নদীতে পড়ে সাতরে পাড়ে উঠে। এছাড়া স্থানীয় ট্রলার চালকরা গিয়ে লঞ্চ ও নদী থেকে বেশ কিছু যাত্রীদের উদ্ধার করে।

আরো পড়ুন:

বাংলাদেশের উন্নয়নে মালদ্বীপকে অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *