খেলাধুলা

লঙ্কান ক্রিকেটের নতুন দায়িত্ব নিলেন জয়াবর্ধনে

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: শ্রীলঙ্কান ক্রিকেটের নতুন দায়িত্বে আসছেন দেশটির কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। দেশটির জাতীয় দলগুলোর কনসালট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত হলেন তিনি।

টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সঙ্গে শলাপরামর্শ করে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে।

এ ব্যাপারে লঙ্কান বোর্ড জানিয়েছে, নতুন ভূমিকায় জয়াবর্ধনে জাতীয় দলগুলোর সার্বিক ক্রিকেটীয় উপাদানের দায়িত্বে থাকবেন এবং হাই পারফরম্যান্স সেন্টারে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট টিমগুলোর জন্য অমূল্য কৌশলগত সমর্থন প্রদান করবেন।

আগামী বছর বিশ্বকাপ মাথায় রেখে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন সাবেক ব্যাটিং গ্রেট। জয়াবর্ধনে বলেছেন, ‘আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডগুলোর জাতীয় ক্রিকেটার ও কোচদের সঙ্গে কাজ করার দারুণ সুযোগ এটি, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ ও এ টিমগুলো রয়েছে। শ্রীলঙ্কায় ক্রিকেটীয় প্রতিভা ও সম্ভাবনাময়ীদের সুবিচারে সহায়তা করার সুযোগ এটি। ’

আরো পড়ুন:

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ফেব্রুয়ারিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *