নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: গোপালগঞ্জের কোটালীপাড়ায় লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ সরকারি নির্দেশনা না মানার অপরাধে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, বর্তমানের করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার জন্য সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। এ সময়ে অনেক ব্যবসায়ী সরকারের এই নির্দেশনা মানছেন না। যে সব ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, এছাড়াও যদি কোনো ব্যক্তি মাস্ক না পরে বাইরে বের হয় বা বিনা প্রযোজনে ঘর থেকে বাইরে আসে তাহলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।