খেলাধুলা

রোহিতকে নিয়ে প্রশ্নে আঁতকে উঠলেন কোহলি!

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: শাহিন শাহ আফ্রিদির মুখোমুখি প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরত গিয়েছিলেন রোহিত শর্মা। তার গোল্ডেন ডাকের পর বিদায় নেন লোকেশ রাহুলও। অসম্ভব সেই বাজে শুরুই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের হারের বড় কারণ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ রোহিতের এমন ব্যর্থতার পর অপ্রত্যাশিত এক প্রশ্নের মুখে আঁতকে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

দুবাইতে রোববার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ হয়েছে একপেশে। আগে ব্যাট করে দলের বিপর্যয়ে কোহলির ফিফটিতে ভারত তোলে ১৫১ রান। শিশিরে সিক্ত মাঠে রান তাড়ায় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের ঝড়ে ১০ উইকেটে জিতে যায় পাকিস্তান। বিশ্বকাপের আসরে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারায় তারা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক কোহলিকে জিজ্ঞেস করেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোতে ইশান কিশান খুব ভালো খেলেছেন। আপনি কি মনে করেন, তিনি (একাদশে) রোহিত শর্মার থেকে ভালো (পছন্দ) হতে পারতেন?’

এমন প্রশ্ন আসতে পারে আঁচই করতে পারেননি কোহলি। অবাক হয়ে ছোঁড়েন পাল্টা প্রশ্ন, ‘আপনি কি মনে করেন জনাব? আমি যে দল খেলিয়েছি, মনে করেছি, এটাই সেরা। আপনার মত কি?’

ওই সাংবাদিক আবার জানতে চান, ‘আমি তো আপনার মত জানতে প্রশ্ন করলাম!’

কোহলি তখন বুঝিয়ে দেন টি-টোয়েন্টিতে রোহিতকে বাদ দেওয়ার প্রশ্ন তোলাও কতটা বিস্ময়কর, ‘আপনি রোহিত শর্মাকে বাদ দিতে বলছেন? টি-টোয়েন্টিতে! যে কিনা সর্বশেষ টি-টোয়েন্টিতেও ম্যাচ জিতিয়েছে!’

এই ম্যাচের আগে নিজের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ বলে ৬৪ রান করেছিলেন রোহিত। ভারতও জিতেছিল সেই ম্যাচ। বিশ্বকাপের আগে আইপিএলে রোহিকে চেনা ছন্দে দেখা না গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪১ বলে ৬০ রান করেন তিনি।

১১২ টি-টোয়েন্টিতে ১৩৮.৮৯ স্ট্রাইক রেটে ২৮৬৪ রান করা রোহিত এই সংস্করণে ভারতের সব সময়ের সেরা পারফর্মারদের একজন।

আরো পড়ুন:

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *