ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনল রোলস রয়েস। নতুন এই মডেলের নাম ‘রোলস রয়েস বোট টেল’। গাড়িটি তৈরি করতে চার বছর সময় লেগেছে বলে সংস্থা সূত্রে খবর।

বিলাসবহুল গাড়ির জন্য পরিচিত রোলস রয়েস সংস্থা। নতুন এই মডেলটি এই সংস্থারই অন্য মডেল সোয়েপ টেল-এর অনুকরণেই তৈরি। সোয়েপ টেল রোলস রয়েসের সবচেয়ে দামি মডেল ছিল। ২০১৭-তে এই মডেল ১৩০ কোটি টাকায় বিক্রি করেছিল রোলস রয়েস। এই গাড়ির একটি মডেলই তৈরি করেছিল সংস্থা। ইউরোপের এক ব্যবসায়ীর আবেদনে সাড়া দিয়ে ওই গাড়ি তৈরি করেছিলেন রোলস রয়েস কর্তৃপক্ষ।

 ‘বোট টেল’-এর তিনটি মডেল এনেছে রোলস রয়েস। এই গাড়ির দাম ২৮ মিলিয়ন ডলার (যা প্রায় ২০৮ কোটি টাকা)

চার আসন বিশিষ্ট এই গাড়ি দৈর্ঘ্যে ১৯ ফুট, চওড়ায় সাড়ে ৬ ফুটের বেশি এবং উচ্চতা ৫.২ ফুট। এই গাড়িতে কোচফিল্ড প্রোগাম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠে। গাড়ির পিছনের অংশ প্রজাপতির পাখনা মেলার মতো খুলে যায়।

আরো পড়ুন:

এই শহরের সবাই প্লেনের মালিক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *