সর্বশেষ

‘রেমাল’র প্রভাবে ঝড়বৃষ্টি থাকবে কয়দিন জানালেন আবহাওয়াবিদ

প্রবল শক্তি অব্যাহত রেখে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। সঙ্গে বয়ে যাবে ঝড়ো বাতাসও। এ সময় তাপমাত্রা কমে আসবে।

রোববার (২৬ মে) দিবাগত রাতে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা নিয়ে এ তথ্য জানান আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

 
তিনি বলেন, ‘রেমালের শক্তিমাত্রা এখনও অব্যাহত রয়েছে। রাতেও অব্যাহত থাকবে। স্থল অতিক্রম করার সময় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার (২৭ মে) সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হবে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
 
এই আবহাওয়াদিব বলেন, ‘রেমাল রাত ৯টায় উপকূল অতিক্রম শুরু করে। ঘণ্টায় ১৫ থেকে ১৮ কিলোমিটার গতিতে এগুচ্ছে। পুরো জার্নি শেষ পাঁচ-ছয় ঘণ্টা লাগতে পারে।’

প্রবল ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ ১৮ কিলোমিটার গতিতে উপকূল অতিক্রম করছে জানিয়ে আবুল কালাম বলেন, ‘বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর খেপুপড়া এবং পশ্চিমবঙ্গে টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি। এরপর দুর্বল হয়ে স্থলভাগে উঠবে।’
 
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের কেন্দ্রে  দমকা হাওয়া সর্বোচ্চ ১০০-১২০ কিলোমিটার গতিবেগ পাওয়া যেতে পারে। যেহেতু উপকূল অতিক্রম করে ক্রমান্বয়ে উত্তরে ঢুকে পড়ছে। রাতে বাতাসের গতিবেগ বাড়তে পারে। তবে এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ বাতাসের গতিবেগ পটুয়াখালীতে ঘণ্টায় ৮৯ কিলোমিটার।’
 
যেহেতু জোয়ারের সময় ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে, সেহেতু ৮ থেকে ১২ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবুল কালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *