ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: যুক্তরাষ্ট্রের সংবিধানের অত্যন্ত বিরল একটি মূল অনুলিপি নিলামে বিক্রি হয়েছে। অনুলিপিটি বৃহস্পতিবার ৪ কোটি ৩২ লাখ ডলারে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৭০ কোটি টাকারও বেশি। খবর এএফপির।
নিলামকারী প্রতিষ্ঠান সথবি’স জানিয়েছে, কোনো ঐতিহাসিক নথি আগে কখনো এত দামে নিলামে বিক্রি হয়নি। অর্থাৎ এ ক্ষেত্রে বিশ্ব রেকর্ড হয়েছে।
মূল মার্কিন সংবিধানের ১১টি অনুলিপি এখন পর্যন্ত টিকে আছে বলে জানা যায়। এর মধ্যে একটি গতকাল নিলামে বিক্রি হলো।
নিলামের মাধ্যমে নথিটি কে কিনে নিয়েছেন, তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে সথবি’স-এর এক মুখপাত্র জানান, কমিশনসহ সংবিধানের অনুলিপিটি ৪ কোটি ৩২ লাখ ডলারে বিক্রি হয়। নিলামে কোনো ঐতিহাসিক নথি বিক্রির ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড।
আরো পড়ুন: