আন্তর্জাতিকসর্বশেষ

রুশ ধনকুবেররা নতুন নিষেধাজ্ঞার মুখে

রুশ ধনকুবেররা নতুন নিষেধাজ্ঞার মুখে

রাশিয়ার ধনাঢ্য ব্যক্তিরা পরিচিত অলিগার্ক হিসেবে আর এবার রুশ ধনকুবেররা নতুন নিষেধাজ্ঞার মুখে। ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত এই রুশ ধনকুবেররা।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাবে এই অলিগার্কদের ওপর সম্প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। তারই ধারাবাহিকতায় এবার ৩৩ জন রুশ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার (১৪ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া ৩৩ রাশিয়ান বিশিষ্ট ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে।

চেলসির মালিক রোমান আব্রামোভিচের পাশাপাশি নিষেধাজ্ঞার এ তালিকায় রয়েছেন অ্যালেক্সি মিলার, দিমিত্রি লেবেদেভ, সের্গেই চেমেজভ, নিকোলে টোকারেভ, ইগর শুভালভ, কিরিল দিমিত্রিভের মতো ধনকুবেররা।

এর মধ্য দিয়ে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং ইউক্রেনের জনগণের প্রতি শক্তিশালী সমর্থন পুনর্ব্যক্ত করল অস্ট্রেলিয়া সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *