প্রচ্ছদ

রুশ-ইউক্রেন উত্তেজনা বিষয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বাইডেনের বৈঠক

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এর সাথে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার সৈন্য জড় করার প্রেক্ষিতে শলৎসকে ফোন করেন বাইডেন।

বাইডেন এক টুইট বার্তায় বলেন, ‘জার্মানির নতুন নেতা হওয়ার প্রেক্ষিতে আমি শলৎসকে অভিনন্দন জানিয়েছি’। তিনি বলেন, আমি রাশিয়ার অস্থিতিশীল সামরিক তৎপরতা মোকাবেলায় ট্রান্সআটলান্টিক প্রচেষ্টাসহ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের ক্ষেত্রে এক সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে এ আশংকার কারণে বাইডেন সপ্তাহজুড়েই টেলিফোনে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলে তাকে হামলার বিষয়ে সতর্ক করেন। এছাড়া পুতিনের সাথে কথা বলার আগে ও পরে তিনি ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সাথেও আলোচনা করেন। বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পূর্ব ইউরোপের নয় দেশীয় জোটের নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ইউক্রেন উত্তেজনা ছাড়াও বাইডেন ও শলৎস করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

আরো পড়ুন:

এবার রাশিয়াকে যুক্তরাজ্যের হুঁশিয়ারি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *