শিল্প ও বাণিজ্য

রিয়েলমি স্মার্টফোন এখন ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে পাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআই (কিস্তিতে) সুবিধা দিচ্ছে অনলাইন শপ সেলেক্সট্রা। আইপিডিসি ইজি’র সহযোগিতায় রিয়েলমি’র যে কোনও মডেলের স্মার্টফোনে এই এই সুবিধা পাওয়া যাবে।

সেলেক্সট্রা জানায়, নির্দিষ্ট কিছু শর্ত মেনে কোনও সুদ ছাড়াই রিয়েলমির যে কোনও মডেলের হ্যান্ডসেটে এই কিস্তির সুবিধা নেওয়া যাবে। ১০ শতাংশ ডাউনপেমেন্ট পরিশোধ করে বাকি অর্থ ছয় মাসে ছয়টি কিস্তিতে পরিশোধ করা যাবে। এর জন্য কোনও ক্রেডিট কার্ড লাগবে না।

এই অফারে রিয়েলমির স্মার্টফোন কিনতে চাইলে গ্রাহককে প্রথমে সেলেক্সট্রার সাইটে গিয়ে রিয়েলমির যে কোনও ফোন সিলেক্ট করতে হবে। এরপর ‘বাই নাও’ অপশনে গিয়ে ঠিকানাসহ সব তথ্য দেওয়ার পর পেমেন্ট অপশন থেকে আইপিডিসি ইজি (ক্যাশ ইএমআই) সিলেক্ট করতে হবে।

এরপর আইপিডিসির শর্তের সঙ্গে সম্মত হলে অর্ডারটি প্লেস করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন তার কাঙ্খিত ফোন। বিস্তারিত জানতে  https://www.salextra.com.bd/realmeএই সাইটে ভিজিট করতে করতে হবে।

আরো পড়ুন:

অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *