প্রচ্ছদ

রাসমণি শেষ কৌশিক গঙ্গোপাধ্যায়ের মেয়ে

দীনদয়াল’ চরিত্রে কী ভাবে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে? আবারও ‘বন্দুকবাজ’ তিনি?

কলকাতা ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবু-তে বুঁদ। সবার চোখের আড়ালে ঠিক সেই সময়েই উত্তরবঙ্গে জন্ম নিতে চলেছে নতুন গোয়েন্দা ‘কেষ্ট’। যার ধ্যানজ্ঞান গোয়েন্দাগিরি। ছোটখাটো পেটি কেস বেশ কয়েকটিই সমাধান করেছে সে। এ বার তার বড় পদক্ষেপ হত্যারহস্যের সামধানের দিকে। সে কি একাই পারবে পুরোটা সামলাতে? নাকি কেউ তাকে সহযোগিতা করবেন? করলে তিনি কে? আপাতত এই রহস্য ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিয়েছেন পরিচালক নির্ঝর মিত্র। ঘটনার ঘনঘটা তাঁর আগামী সিরিজ ‘শিকারপুর’-কে ঘিরে। সেখানেই তাঁর কাহিনির ত্রয়ী দীনদয়াল, কেষ্ট আর চুমকি। তিন চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং সন্দীপ্তা সেন। কেষ্টকে ঘষেমেজে ঝানু গোয়েন্দা হয়ে উঠতে সাহায্য করবেন প্রৌঢ় দুঁদে গোয়েন্দা। ‘করুণাময়ী রাণী রাসমণি’ শেষ। ওয়েব সিরিজে কৌশিকের মেয়ে এবং অঙ্কুশের প্রেমিকা হয়ে নতুন রূপে ফিরতে চলেছেন ‘সারদা মা’। এ ছাড়াও থাকবেন দেবেশ রায়চৌধুরী।

নির্ঝর এর আগেও দুটো সিরিজ বানিয়েছেন, ‘দ্য ম্যাসআপ মাঙ্কি’ এবং ‘ইন দেয়ার লাইফ’। প্রথমটি ছিল স্বপ্ন নিয়ে। পরেরটি একেবারেই পারিবারিক। এই মুহূর্তে ওয়েব প্ল্যাটফর্মে রহস্য-রোমাঞ্চের রমরমা। তাই সেই অনুভূতি উত্তরবঙ্গের পটভূমিকায় বাঁধতে চলেছেন পরিচালক। আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর দাবি, ‘‘আমি জলপাইগুড়ির ছেলে। ওখানকার শহর, অঞ্চল, জীবন পর্দায় প্রায় ধরাই হয় না। সেই অভাব মেটাতেই জন্ম নিচ্ছে শহর শিকারপুর। জন্ম নেবে নতুন গোয়েন্দা কেষ্টও। যে গোয়েন্দাগিরির পাশাপাশি বেশ রসিকও।’’ অন্য দিকে, কৌশিকের মেয়ে সন্দীপ্তা অত্যন্ত বুদ্ধিদীপ্ত। সরকারি চাকুরে। তিনিই কি কালেদিনে অঙ্কুশের সহকারি হবেন? পরিচালকের কথায়, সেটা সিরিজ বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *