বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা দায়িত্বে ‘চরম অবহেলা’ করছেন বলে অভিযোগ করেছেন মালয়েশিয়াফেরত শ্রমিক জাহাঙ্গীর মোল্লা। তাঁর অভিযোগ, বাংলাদেশ সরকারের কাছ থেকে বেতন নিলেও রাষ্ট্রদূতেরা অবৈধ আদম ব্যবসায়ীদের দালালি করেন। তাঁদের ‘জমিদারি প্রথা’ থেকে বের করে আনার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর।

আরোও পড়ুন: রাশিয়ায় শতভাগ স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে ১০ ডিসেম্বর

আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে অভিবাসী শ্রমিক ফোরামের ব্যানারে আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে কথাগুলো বললেন জাহাঙ্গীর। অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় ২০১৩ সালে প্রণীত আইনটির বাস্তবায়ন ও করোনা দুর্যোগ মোকাবিলায় বিদেশফেরত শ্রমিকদের আর্থিক সহায়তাসহ পুনর্বাসনের দাবিতে ছিল এই কর্মসূচি।

বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর। করোনাকালে কাজ হারিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *