নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশ আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের লেখা ‘উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “লেখালেখিতে তরুণ প্রজন্ম বিশেষ করে তরুণ রাজনীতিকদের আরও বেশি এগিয়ে আসতে হবে। দেশ এবং জাতির উন্নয়নে তাদের চিন্তা-ভাবনা এবং কর্মপরিকল্পনা, সেগুলো আরো বৃহৎ পরিসরে জনগণের সামনে তুলে ধরতে হবে।”
বাংলাদেশের ইতিহাস এবং রাজনৈতিক ধারাবাহিকতায় নতুন প্রজন্মের চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, জীবনবোধ, রাজনীতিবোধ সব কিছুর সমন্বয় ঘটিয়ে লেখকের ক্ষুদ্র অভিজ্ঞতা- যা তিনি গ্রহণ করেছেন, অবলোকন করেছেন, আত্মস্থ করেছেন তার চারপাশ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, বন্ধুদের কাছ থেকে এবং সর্বোপরি জনগণের কাছ থেকে – তারই এক ক্ষুদ্র বহিঃপ্রকাশ লেখকের “উপাখ্যান” নামক গ্রন্থটি।
আরো পড়ুন: