রাশিয়া কেনো চেরনোবিল দখলে নিলো?
ইউক্রেনে অভিযানের দ্বিতীয় দিনের শুরুতেই রাশিয়া কেনো চেরনোবিল দখলে নিলো?
এর নেপথ্যে কি শুধুই কিয়েভে পৌঁছানোর সহজ রাস্তা, নাকি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে।
ইউক্রেনে সামরিক অভিযানের ঠিক দ্বিতীয় দিনের মাথায় গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চেরনোবিল দখলে নেয় রুশ সেনারা। কিন্তু হঠাৎ চেরনোবিল নিয়ন্ত্রণে কেন এত আগ্রহী হলো পুতিন সরকার? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনসাধারণ থেকে শুরু করে খোদ ইউক্রেনের প্রেসিডেন্টের মাঝেও।
মূলত বেলারুশ হয়ে ইউক্রেনের কিয়েভে প্রবেশের সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা এই চেরনোবিল। কিয়েভ থেকে চেরনোবিল প্রায় ৮০ মাইল দক্ষিণে অবস্থিত। এতে করে কিয়েভকে নিশানা করতে একেবারে সহজ হতে পারে বলেই এ পথ বেছে নেয় রাশিয়া এমনটাই মনে করেন পশ্চিমা বিশ্লেষকরা। তবে শুধু চেরনোবিলের ভৌগোলিক অবস্থানই কি রুশ সেনাদের আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু?