বেশ ঝামেলার মধ্যে আছেন রোমান আব্রামোভিচ। ভদ্রলোক এমনিতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ, এ কারণে রাশিয়াবিরোধী পক্ষের চোখের শূল হয়ে উঠেছেন। এত বছর ধরে যে চেলসিকে তিল তিল করে গড়ে তুলেছেন, পুতিনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কারণে সেই চেলসিকেও সবাই দেখছে বাঁকা চোখে।হাউস অব কমন্সে চেলসির মালিকানা আব্রামোভিচের কাছ থেকে কেড়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অবস্থা বেগতিক দেখে চেলসিকে দেখাশোনা করার দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নিয়েছেন এই রাশিয়ান ধনকুবের। এর মধ্যে আব্রামোভিচকে নিয়ে এমন এক খবর বেরোল, যাতে নিশ্চিতভাবেই তাঁর ভাবমূর্তি একটু হলেও বাড়বে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে মধ্যস্থতা করার জন্য আহ্বান জানানো হয়েছে এই ধনকুবেরকে। আব্রামোভিচও সে প্রস্তাবে রাজি হয়েছেন।ব্যাপারটা খোদ আব্রামোভিচের মুখপাত্রই নিশ্চিত করেছেন। রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ভূমিকা থাকবে চেলসির মালিকের। জিউইশ নিউজ জানিয়েছে, এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আব্রামোভিচকে অনুরোধ করেছেন রাশিয়ার সঙ্গে মধ্যস্থতায় সাহায্য করার জন্য। আব্রামোভিচের মুখপাত্রের বরাত দিয়ে তারা লিখেছে, ‘আমি নিশ্চিত করতে পারি, ইউক্রেন চেষ্টা করছে রাশিয়ার মধ্য থেকে এমন একজনকে খুঁজে বের করার, যিনি শান্তিপূর্ণ এক সমাধান বের করতে সহায়তা করতে পারেন। তাঁরা ইহুদি সম্প্রদায়ের মাধ্যমে আব্রামোভিচের সঙ্গে যোগাযোগ করেছেন, সাহায্য পাওয়ার জন্য অনুরোধ করেছেন। এর পর থেকেই আব্রামোভিচ শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে সহায়তা করে যাচ্ছেন।’
এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছেন আব্রামোভিচের সঙ্গে, ‘যদিও আব্রামোভিচের প্রভাব সীমিত, তাও তিনিই একমাত্র মানুষ, যিনি এ ব্যাপারে যথাসাধ্য সাহায্যের চেষ্টা করছেন। তাঁর এই চেষ্টায় আদৌ কাজ হবে কি না আমরা জানি না, তবে আমি এটা নিশ্চিত করতে পারি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কর্মকর্তাদের ব্যাপারে এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আব্রামোভিচের পদক্ষেপে তাঁরা কৃতজ্ঞ।’
কিছুদিন আগে হাউস অব কমন্সে অনুষ্ঠিত এক বিতর্কে সাংসদ ব্রায়ান্ট আব্রাহিমোভিচের সম্পদ বাজেয়াপ্ত করা এবং চেলসি ক্লাবের মালিকানা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।
ব্রায়ান্ট বলেন, তাঁর হাতে যে ফাঁস হওয়া নথি আছে, আর তাতে আব্রামোভিচ সম্পর্কে যা বলা হয়েছে, তাতে কোনোভাবেই ইংল্যান্ডে একটি শীর্ষ ফুটবল ক্লাবের মালিকানা রাখতে পারেন না রাশিয়ান ধনকুবের। এ কারণে দুই দিন আগে চেলসিকে দেখভাল করার দায়িত্ব চেলসি ফাউন্ডেশনের কাছে ছেড়ে দেন আব্রামোভিচ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সে দায়িত্ব চেলসি ফাউন্ডেশনের সদস্যরা গ্রহণ করেননি।