রাশিয়ায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) ভোরে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে একটি পাঁচতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণের কারণে ভবনটি ধসে গেছে। ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধারকারীরা অভিযান অব্যাহত রেখেছেন।
সেখানকার গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।
রুশ সংবাদ সংস্থা তাস বলেছে, রান্না ঘরের চুলার সাথে যুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ প্রাণহানি ঘটে।