রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তির ছোড়া এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার সকালে পার্ম স্টেট ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। খবর ডয়চে ভেলের
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীকে আটকের সময় তিনি আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছে, শিক্ষার্থী এবং কর্মীরা গুলির সময় নিজেদের কক্ষে আটকে রাখে। কয়েকজন জানালা দিয়ে বের হতে পেরেছে।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটি।
/জেড এইচ