রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৬ জন শিক্ষক-শিক্ষার্থী বিজ্ঞান অনুষদ ডিনস অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেছেন। গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দুইজন শিক্ষক এবং বিভাগে সম্মান শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৮ জন এবং সিজিপিএ-৩.৭৫ এর উর্ধ্বে ফল করা আরও ১৬ জন শিক্ষার্থী এই অ্যাওয়ার্ড পান।
এ ছাড়াও বিজ্ঞান অনুষদে প্রথম বারের মতো ‘আর্টিক্যাল অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
শিক্ষকদের মধ্য থেকে পুরস্কারপ্রাপ্তরা হলেন, ‘ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস’ ক্যাটাগরি থেকে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ইসমাইল তারেক এবং ‘কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস’ ক্যাটাগরি থেকে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক খালেদ হোসেন। আর্টিক্যাল অ্যাওয়ার্ডও পেয়েছেন অধ্যাপক খালেদ হোসেন।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খলিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব ‘দ্য থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস )-এর ফেলো নির্বাচিত হওয়ায় এই অনুষ্ঠানে তাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।