রানীই সবচেয়ে ছোট গরু : গিনেস রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রোর ‘রানী’ সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পেয়েছে। সোমবার রাতে (২৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির মালিক আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকালে ই-মেইলের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, প্রায় এক বছর আগে নওগাঁ জেলা থেকে গরুটি সংগ্রহ করেছিল ফার্ম কর্তৃপক্ষ। গিনেজ বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পর গত ১৯ আগস্ট বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা যায় বলে নিশ্চিত করেন সাভার উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব ।

শিকড় অ্যাগ্রোর মালিক আক্ষেপের সঙ্গে বলেন, রানী বেঁচে থাকলে আজকের দিনটি অনেক আনন্দময় হতো। তবে রানী মারা যাওয়ার পর তার পোস্টমর্টেম রিপোর্ট গিনেজ বুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। তারা মূলত হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে গরুটিকে বামন করা হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে চেয়েছিল। তবে এ ধরনের কোনও রিপোর্ট না পেয়ে তিন দিন আগেই রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দেওয়া হয়। সোমবার এই সংক্রান্ত একটি সার্টিফিকেট মেইলের মাধ্যমে পাঠানো হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের বক্সার ভুট্টি জাতের দুই দাঁতের খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল দুই বছর। গিনেজ বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবেচেয়ে ছোট গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। চার বছর বয়সী ওই গরুটি উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ২৬ কেজি।

আরো পড়ুন:

১২টি বক উদ্ধার করে উড়িয়ে দেয়া হলো আকাশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *