আন্তর্জাতিকবিনোদনসর্বশেষ

রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন শেষ হলো

রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন শেষ হলো

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন শেষ হলো। চার দিনব্যাপী এ আয়োজনের উৎসবে মেতেছিলেন ব্রিটেনবাসী। উৎসবের শেষদিন রোববার (৫ জুন) বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান রানি।

রানি দ্বিতীয় এলিজাবেথকে একনজর দেখার জন্য বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হয় উৎসুক হাজার হাজার মানুষ। তার শাসনকালের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘জুবিলি উইকএন্ড’ উদ্‌যাপনে সেজেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২ জুন) থেকে শুরু হয়েছে রাজকীয় উদ্‌যাপন, যা শেষ হলো রোববার (৫ জুন)। রানির শাসনামলের প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে চার দিনের ছুটি ছিল যুক্তরাজ্যে।

১৯৫২ সালের ফেব্রুয়ারিতে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার কন্যা রানি দ্বিতীয় এলিজাবেথ। সে হিসাবে গত ফেব্রুয়ারিতে রানির শাসনকালের ৭০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু বাবার মৃত্যুর মাসে বর্ষপূর্তি পালন করতে চাননি রানি। তাই আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে জুন মাসকেই উদ্‌যাপনের জন্য বেছে নিয়েছেন তিনি।

স্থানীয় সময় বিকেল ৫টা ৪ মিনিটে প্রাসাদের বারান্দায় রানি এসে হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন। পরনে সবুজ রঙের রাজকীয় পোশাক আর মুখে চিরচেনা সেই হাসির দৃশ্য সরাসরি সম্প্রচারে দেখেছে কোটি কোটি মানুষ।

প্রথা মেনে প্লাটিনাম জুবিলিতে যুক্তরাজ্য ছাড়াও চ্যানেল দ্বীপ, আইল অব ম্যান এবং যুক্তরাজ্যের অঞ্চলগুলোতে প্রায় দেড় হাজার আলোক-সংকেত জ্বালানো হয়েছে। মূল আলোক-সংকেতটি জ্বালানো হয় বাকিংহাম প্যালেসে।

গেল চার দিন দেশটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজপরিবার ছাড়াও ‘জুবিলি পার্টি’ সফল করতে যোগ দিয়েছে বিভিন্ন সম্প্রদায়ও। উদ্‌যাপনটি শুরু হয় ঐতিহাসিক স্টোনহেঞ্জে। ১৯৫৩ সালে রানির অভিষেকের সময়ের ছবি প্রজেক্টরের সাহায্যে তুলে ধরা হয়েছে পাথরের গায়ে।

রানি এলিজাবেথের প্লাটিনাম জুবিলির দ্বিতীয় ও তৃতীয় দিনের অনুষ্ঠানে তিনি অংশ না নিলেও শেষদিনে তার উপস্থিতি যেন পূর্ণতা এনে দিয়েছে পুরো অনুষ্ঠানের। পরে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে রানির স্বাক্ষর করা এক বিবৃতিতে পুরো আয়োজনের জন্য ব্রিটেনবাসীকে ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *