বিনোদন

রাজ-সিমরানের প্রেমকাহিনী এবার মঞ্চে আনছেন আদিত্য চোপড়া

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবি তৈরী করে বক্স অফিস এ তুমুল সাফল্য পেয়েছিলো পরিচালক আদিত্য চোপড়া। তার ২৬ বছর পর রাজ-সিমরানের সেই প্রেমকাহিনী ফুটে উঠতে চলেছে ব্রডওয়ে মিউজিক্যাল হিসেবে।

জীবনের প্রথম ছবির মাধ্যমেই থিয়েটারের মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের জনপ্রিয় পরিচালক আদিত্য চোপড়া। শুক্রবার মধ্যরাতে যশরাজের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে বিষয়টি। মিউজিক্যাল থিয়েটারটির নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ’। মঞ্চের রাজ এবং সিমরন কারা হতে চলেছেন, তা এখনও ঠিক হয়নি। তারা আরো জানিয়েছে, ২০২২-২৩ এর মধ্যেই স্যান ডিয়েগোর গ্লোব থিয়েটারে কাম ফল ইন লাভের ওয়ার্ল্ড প্রিমিয়ারের আয়োজন করা হচ্ছে। ডানকান স্টুয়ার্টের কাস্টিং সংস্থা স্টুয়ার্ট হুইটলি কাস্টিং এবং যশরাজ ফিল্মসের কাস্টিং হেড শানু শর্মা ওই থিয়েটারের জন্য রাজ-সিমরনের খোঁজ শুরু করতে চলেছেন।

পরিচালক জানালেন, ‘তিনি একইসঙ্গে খুব বেশি নার্ভাস আর উত্তেজিত’ নতুন এই প্রোজেক্ট নিয়ে। জানালেন, ‘মনে হচ্ছে আবার নিজের ২৩ বছরে (ওই বয়সে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে পরিচালনা করেছিলাম) পৌঁছে গিয়েছি।’ আদিত্য বলেন, ‘আমি বরাবরই সিনেমার মানুষ। জীবনে কখনও থিয়েটার করিনি। আর আমি এখন আমার জীবনের সবথেকে বড় লক্ষ্য পূরণ করতে চলেছি।’

আরো পড়ুন:

ইয়োহানির গানে দেখা যাবে নোরা-সিদ্ধার্থকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *