স্বাস্থ্য

রাজশাহী বিভাগে একদিনে টিকা পেয়েছেন ১৮ হাজার ৮৪৩ জন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মহামারি করোনা সংক্রমণ রোধে রাজশাহী বিভাগে করোনার টিকাদান কর্মসূচি চলছে। শনিবার (১৭ জুলাই) টিকা পেয়েছেন মোট ১৮ হাজার ৮৪৩ জন। গণটিকা কার্যক্রম চলায় টিকা নিয়ে জনগণ সন্তুষ্ট। টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৪ জন ও নারী আট হাজার ৫১৯ জন। রাজশাহী জেলায় টিকা গ্রহণ করেছেন এক হাজার ৫৮৪ জন। এদের মধ্যে পুরুষ ৮৬৯ জন ও নারী ৭১৫ জন। 

চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৫ জন পুরুষ ও ৭৪৪ জন নারী টিকা নিয়েছেন। নাটোরে এক হাজার ৬৯৮ জন, নওগাঁয় ২ হাজার ৬০৪ জন, পাবনায় ৪ হাজার ৭২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৭ জন, বগুড়ায় ৪ হাজার ৫৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৬১ জন টিকা পেয়েছেন। 

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, সারা দেশের মতো রাজশাহীতেও গণটিকা কার্যক্রম চলছে। রাজশাহীসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্না আর জেলা-উপজেলায় দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। টিকা নেওয়ার অগ্রাধিকায় তালিকায় যুক্ত হয়েছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। 

এদিকে, টিকা নেওয়ার বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *