রাজধানীতে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমবে
রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে আজ বুধবার থেমে থেমে বৃষ্টি হয়েছে আর রাজধানীতে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হানা দিয়েছে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি। এ অবস্থায় নদীবন্দরগুলোকেও সর্বোচ্চ ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ ভোরে রাজধানীতে হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখীসহ বৃষ্টি। তা সারা দিনই থেমে থেমে চলতে থাকে। এতে দুর্ভোগে পড়ে অফিসগামী মানুষ। কিছু রাস্তায় পানি জমে যাওয়ায় সেই দুর্ভোগ আরো স্থায়ী হয়। তবে অনেকেই একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কালবৈশাখী বয়ে যায়। এ সময় বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ কিলোমিটার পর্যন্ত ছিল। এরপর আজ ভোরে নওগাঁ, বগুড়া ও ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় ঢাকায় বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯ কিলোমিটার ছিল। এরপর সকাল ৮টার পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান এলাকায়ও কালবৈশাখী হানা দেয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের বেশির ভাগ জায়গায়ই বুধবার বৃষ্টি হয়েছে। শুধু খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীও হয়েছে। এই ঝড়-বৃষ্টি এ মৌসুমে স্বাভাবিকভাবেই হতে পারে। তবে কাল (বৃহস্পতিবার) থেকে বৃষ্টিপাত কমবে। ’
দেশের নদীবন্দরগুলোর জন্য আজকের সতর্কবার্তায় বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ৬০ মিলিমিটার।