শিল্প ও বাণিজ্য

রমজানে প্রয়োজনীয় পণ্যের খুচরা মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। এ মূল্য অনুসারে পেঁয়াজ প্রতি কেজি সর্বোচ্চ ৪০ টাকা, চিনি ৬৭ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার সর্বোচ্চ ১৩৯ টাকা দরে খুচরা বাজারে বিক্রি করা যাবে।

আজ সোমবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কৃষি বিপণন অধিদফতর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। আসন্ন রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতেই সরকারের এই পদক্ষেপ। মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে হিজরি ১৪৪২ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে বুধবার (১৪ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *