বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তার ছেলে সাইফ আলী খান ও সোহা আলী খানও বলিউডে কাজ করছেন। তবে অভিনয়ে আসেননি শর্মিলার আরেক মেয়ে সাবা। ইনস্টাগ্রামে প্রায়ই পুরনো দিনের ছবি দিয়ে আলোচনায় চলে আসেন সাবা।
এবার সাবা প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক ছবি। রবী ঠাকুরের ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি লতিকা দেবী। তার কন্যা ইরা দেবী। ইরা দেবীর কন্যাই শর্মিলা ঠাকুর।
নানি ইরাকে সাইফ, সাবা, সোহা আলি খানেরা ‘লাল দিদি’ বলে ডাকতেন। তার জন্মবার্ষিকীতে সাবার পোস্ট করা ছবিতে দেখা গেছে সাদা জোব্বায় আরাম কেদারায় বসে রয়েছেন রবীন্দ্রনাথ। পাশে দাঁড়িয়ে সাবার ‘লাল দিদি’। ছবির নীচে সাবা লিখেছেন, ‘আমার দিদা… যাকে আমার ভালবেসে লাল দিদি বলে ডাকতাম।’
আরো পড়ুন:
‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী