নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাজধানীর টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- সৈকত মণ্ডল ও রবিউল ইসলাম।
র্যাবের এই কর্মকর্তা বলেছেন, গ্রেফতারকৃত দুজনের মধ্যে সৈকত মণ্ডল ঘটনার অন্যতম হোতা এবং রবিউল ইসলাম তার সহযোগী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় তারা।
আরো পড়ুন:
আদালতে স্বীকারোক্তি দিলেন কুমিল্লার মণ্ডপ থেকে লাইভ প্রচারকারী ফয়েজ