নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: রংপুরে প্রাচীন একটি টেলিস্কোপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর একটি হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি ২০০ বছরের পুরোনো। পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই হোটেলে অভিযান চালায়। সেখানে প্রাচীন টেলিস্কোপটি বিক্রির সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় টেলিস্কোপটি।
আটক ব্যক্তিরা হলেন দিওয়ান রবিউল সালাম (৪৯), শামসুল আলম (৫৯), মিজানুর রহমান (৪৮), আব্দুর রাজ্জাক (৫৬), জাহিদুল ইসলাম (৪৮) ও শাহ আলম (৪৫)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, প্রতারণা করে টেলিস্কোপ বিক্রির চেষ্টাকালে ডিবি পুলিশ তাদের আটক করে। তাদের নামে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন।
এমএইচডি/ আই. কে. জে/
আরো পড়ুন:
ময়মনসিংহের নান্দাইলে যুবককে নির্যাতনের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা