প্রচ্ছদ

যৌন নির্যাতনের অভিযোগে খুবি শিক্ষককে সাময়িক অব্যাহতি


নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  সহকারী অধ্যাপক ছোটন দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর খুবি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। 
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এক পক্ষের শুনানিও অনুষ্ঠিত হয়েছে।
খুবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে ছোটন দেবনাথের ভাড়া বাসায় ডেকে নিয়ে ওই নারী শিক্ষককে যৌন নির্যাতন করা হয়। পরে ঘটনার জন্য ছোটন দেবনাথ ওই নারী শিক্ষকের কাছে ক্ষমাও চেয়েছেন। সম্প্রতি ঘটনাটি নিয়ে ছোটন দেবনাথ ‘ব্লাকমেইল’ করার চেষ্টা করলে ওই নারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। 
গত বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার পর শনিবার যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি বৈঠক করে ব্যাপারটি তদন্তের সিদ্ধান্ত নেয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শিক্ষক ছোটন দেবনাথ দাবি করেন, ‘কী নিয়ে বা কেন অভিযোগ করা হয়েছে তা এখনো বিস্তারিত কিছু জানি না। আমাকে কমিটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আর তদন্তের স্বার্থেই হয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক অব্যাহতি দিয়েছে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির প্রধান অধ্যাপক মোসা. তাসলিমা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ীই সব কাজ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *