প্রচ্ছদ

যৌন কেলেঙ্কারির ঘটনায় নিউইয়র্ক গভর্নরের নারী সহযোগীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুওমোর যৌন কেলেঙ্কারির ঘটনায় তার শীর্ষ সহযোগী এক নারী পদত্যাগ করেছেন। গভর্নরের বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানি করার তথ্য নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসের তদন্তে পাওয়ার পর মেলিসা ডেরোসা গত রবিবার (৮ আগস্ট) পদত্যাগ করেন। খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

এক বিবৃতিতে মেলিসা ডিরোসা জানিয়েছেন, রাজ্যের অফিসের সহকর্মীদের সঙ্গে কাজ করাটা তার জন্য ভাগ্যের ব্যাপার।

অভিযোগ রয়েছে, গভর্নরের বিরুদ্ধে প্রথম অভিযোগ করা নারী লিন্ডসে বয়ালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিলেন মেলিসা ডেরোসা। অ্যাটর্নি জেনারেল অফিসের ১৬৮ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে মেলিসার নাম এসেছে ১৮৭ বার। রিপোর্টে দেখা গেছে, গভর্নর কুওমো নারীদের বিভিন্ন অঙ্গে স্পর্শ করতেন বা খারাপ ভাষায় কথা বলতেন। গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন জেলার প্রসিকিউটররাও ফৌজদারি অপরাধের তদন্ত করছেন। ১১ নারীর বিরুদ্ধে ইতিমধ্যে একজন নারী ফৌজদারি মামলাও করেছেন কুওমোর বিরুদ্ধে। প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পদত্যাগের আহ্বান জানালেও পদত্যাগ করেননি ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রিউ কুওমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *